কয়েকদিনের টানা বর্ষণে জেলার সমস্ত নদী নালা ফুলে ফেঁপে উঠেছে। বর্ধমান শহরের লাইফ লাইন বাঁকা নদীও জলে টইটম্বুর। বৃহস্পতিবার বীরহাটা এলাকায় অতি উৎসাহী কিছু কিশোর সারাদিন দাপিয়ে বেড়ালো বাঁকায়। তারা ব্রীজ থেকে ভরা নদীতে বিপজ্জনকভাবে ঝাঁপ দিতে থাকে। যে কোনো মূহুর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। সাধারণ মানুষও বেশ উৎসাহ নিয়ে দেখল ওই কিশোরদের কান্ডকারখানা।
Like Us On Facebook