বুধবার সকালে গলসির উচ্চগ্রামের আদিবাসি পাড়ায় এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত গৃহবধূর নাম বুধিন মাণ্ডি(৩০)। স্বামী সুনীল মাণ্ডি। সুনীল পেশায় মোটর ভ্যান চালক। তাঁদের ১৩ ও ১০ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে। স্বামীর বিবাহ বর্হিভূত সম্পর্ক নিয়ে পারিবারিক অশান্তির জেরেই এই মৃত্যু বলে মনে করছেন স্থানীয়রা।
গ্রামের মোড়ল সনু মাণ্ডি জানান, বুধবার সন্ধ্যায় আমার বাড়িতে আসে বুধিন, পারিবারিক সমস্যার কথা জানায়। আমি সেই অবস্থায় সুনীলকে ডাকি এবং একটি সালিশি সভার অয়োজন করি। সেখানে বুধিন জানায় তাঁর স্বামী সুনীল মাণ্ডির বিবাহ বর্হিভূত সম্পর্ক আছে। এই নিয়ে বাড়িতে অশান্তি চলছে। সেই সময় আমি সব মিটমাট করে দিই। তার পর তারা বাড়ি চলে যায়। তারা বাড়ি যাওয়ার পর আবার তাদের অশান্তি হয় এবং আমার কাছে খবর আসে। আমি তখন সিধান্ত নিই কাল গ্রামের সব মানুষকে নিয়ে জহর তলাতে সভা করবো। আজ সকালে জানতে পাড়ি বুধিন গলায় দড়ি দিয়েছে এবং মারা গেছে। গলসি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। সুনীলের মা-বাবা পলাতক। মৃতার বাপের বাড়ির অভিযোগ, শ্বশুরবাড়িতে বুধিনের উপর অত্যাচার চালানো হত। বুধিনকে খুন করা হয়েছে বলে অভিযোগ বাপের বাড়ির। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।