এক নাবালকের মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাধায় পান্ডবেশ্বর থানার পুলিশ অভিযোগ পেয়ে শ্মশান থেকে দেহ তুলে এনে ময়নাতদন্তের জন্য পাঠাল। বুধবার ঘটনাটি ঘটেছে পান্ডবেশ্বরে। মৃত বালকের নাম সূর্য পাল (১০)।

জানা গেছে, আসানসোলের দোমানি গ্রামের পূর্ণিমার সঙ্গে পান্ডবেশ্বরের প্রকাশ পালের বিয়ে হয় বছর বারো আগে। কিন্তু পূর্ণিমার সঙ্গে প্রকাশের বিবাহিত জীবন সুখের ছিল না। দুর্গাপুজোয় পূর্ণিমা বাপের বাড়ি এসেছিলেন। সেখানে তিনি জানতে পারেন তাঁদের সন্তান সূর্য মারা গেছে। ছেলের মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি পূর্ণিমা শ্বশুর বাড়িতে ফিরে এসে দেখেন ছেলেকে দাহ করতে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। এতে পূর্ণিমা ও তাঁর বাপের বাড়ির লোকজনদের সন্দেহ হয়। মায়ের আসার আগেই কেন মৃত ছেলেকে শেষবারের মতো দেখার সুযোগ না দিয়েই দাহ করতে শ্মশানে নিয়ে যাওয়া হল? এরপরেই পূর্ণিমার বাপের বাড়ির লোকজন পান্ডবেশ্বর থানার পুলিশের দ্বারস্থ হন। পুলিশ অভিযোগ পেয়ে শ্মশানে গিয়ে সূর্য পালের মৃতদেহ আটক করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং মৃত বালকের বাবা প্রকাশ পালকে থানায় যায় জিজ্ঞাসাবাদের জন্য। যদিও ভাইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে প্রকাশ পালের দাদা রবিন পাল বলেন, সূর্য হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। রবিন পালের‌ যুক্তি মানতে নারাজ পূর্ণিমার বাপের বাড়ির লোকজন।

Like Us On Facebook