গলায় গামছার ফাঁস। রাস্তার ধারের একটি গাছে ঝুলছে বছর পঁচিশের এক অজ্ঞাতপরিচয় যুবক। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সরপিতে সোমবার এই দৃশ্য দেখে এলাকায় চাঞ্চল্য ছড়াল।

এদিন যুবকের ঝুলন্ত দেহ দেখে স্থানীয় মানুষ খবর দেয় ফরিদপুর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ মৃতদেহের পরিচয় জানার চেষ্টা করছে। স্থানীয় মানুষের অনুমান বাইরে থেকে ওই যুবককে খুন করে এনে সরপিতে গাছে ঝুলিয়ে দিয়েছে কেউ বা কারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে তদন্তে নেমেছে।

Like Us On Facebook