পূর্ব বর্ধমানের গুসকরা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম, পরিচয় জানা যায় নি। জানা গেছে, সোমবার সকাল থেকেই স্টেশন মাস্টারের ঘরের সামনে শুয়ে ছিল যুবকটি।
স্টেশনে উপস্থিত যাত্রীদের মারফৎ জানা গেছে, এদিন সকাল থেকেই ওই অজ্ঞাত পরিচয় যুবক স্টেশন মাস্টারের ঘরের সামনে শুয়ে ছিল। এরপর সে উঠে শৌচাগারের দিকে যেতে গেলে মাথা ঘুরে পড়ে যায়। উপস্থিত যাত্রীরা তার মাথায় জল দেন। কিছুক্ষণের মধ্যেই ওই যুবকের মৃত্যু হয় প্ল্যাটফর্মেই। তার পকেট থেকে একটি ডায়রি পাওয়া গেছে। সেটি থেকে তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
Like Us On Facebook