বর্ধমান আদালতের কোর্ট লকআপ থেকে এক বিচারাধীন বন্দিকে জিআরও লকআপে নিয়ে যাওয়ার পথে সকলের নজর এড়িয়ে চম্পট দিল ওই বন্দি। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বর্ধমান আদালত চত্বরে। পালিয়ে যাওয়া বন্দির খোঁজে পুলিশ ব্যাপক তল্লাশি চালালেও এদিন সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো হদিশ মেলে নি। বর্ধমান আদালত সূত্রে জানা গেছে, প্রায় ৮ মাস আগে বর্ধমান শহরের কাঞ্চননগর এবং মেহেদিবাগান এলাকার বাসিন্দা সমীর চক্রবর্তীকে আরও ৪জনের সঙ্গে প্রায় ২৪ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। গ্রেপ্তারের পর থেকেই নারকোটিক সংক্রান্ত আদালতে তাদের শুনানিও চলছিল। এদিনই তাঁদের বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে নিয়ে আসা হয় মাদক সংক্রান্ত বিশেষ আদালতে। আদালতে শুনানির পর তাঁদের সবাইকে কোর্ট লকআপ থেকে জিআরও লকআপে নিয়ে যাওয়ার সময় প্রহরীদের অসতর্কতার সুযোগে পালিয়ে যায় সমীর চক্রবর্তী নামে ওই বন্দি। এই ঘটনায় পুলিশ পলাতক বন্দির খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করেছে।
Like Us On Facebook