গাঁজা পাচারে জড়িত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে পূর্বস্থলী থানার পুলিশ। ধৃতের নাম ফাচিয়া বিবি, বাড়ি পূর্বস্থলী থানার বেলেরহাটে। বৃহস্পতিবার পূর্বস্থলী বাজার এলাকা থেকে প্রায় ৩ কেজি গাঁজা সহ তাঁকে ধরা হয় বলে দাবি পুলিশের। পুলিশের দাবি, তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে নদিয়ার এক ব্যক্তির কাছ থেকে সে গাঁজা নিয়ে এসেছে। ওই ব্যক্তি মহিলাদের ব্যবহার করে গাঁজা পাচারের জন্য।
কালনা জিআরপি গাঁজা সহ এক মহিলাকে নবদ্বীপ ধাম স্টেশন থেকে গ্রেফতার করেছে। ধৃতের নাম সুমি ঘোষ, অসমের লামডিং থানায় তার বাড়ি। জানা গেছে কোলে তিন বছরের বাচ্ছাকে নিয়ে ট্রেনে চেপে অসম থেকে নবদ্বীপ ধাম স্টেশনে এসে নামে সুমি। সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশ তাকে আটক করে। তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে দাবি রেল পুলিশের।
Like Us On Facebook