দুর্ঘটনার পর আগুনে ভস্মীভূত হল একটি ট্রাক। শনিবার গভীর রাতে দুর্গাপুর থেকে কোলকাতা যাওয়ার পথে পূর্ব বর্ধমানের গলসি থানার রাকোনা মোড়ের কাছে ২ নম্বর জাতীয় সড়কের উপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। এরপরই একটি ট্রাকের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে ট্রাক চালক ট্রাক থেকে নেমে পড়েন এবং ট্রাকটিতে আগুন ধরে যায়। ২ নম্বর জাতীয় সড়কের উপর ট্রাক জ্বলতে দেখে কোলকাতাগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। স্থানীয়রা দেখতে পেয়ে গলসি থানার পুলিশ ও দমকলকে খবর দিলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎই বিকট শব্দে একটি ট্রাকের টায়ার ফেটে যায় তারপরেই ট্কটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। ঘটনার পর সামনের গাড়িটি ঘটনাস্থল ছেড়ে চলে গেলেও পিছনের ট্রাকের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে চালক ট্রাক ছেড়ে নেমে যান। প্রায় ঘন্টা তিনেক পর আগুন নিয়ন্ত্রণে আসলে ২ নম্বর জাতীয় সড়ক থেকে গাড়িটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে গলসি থানার পুলিশ। ঘটনায় কোন হতাহতের খবর নেই বলেই পুলিশ সূত্রে জানা গেছে।