.

মোটর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বাইক উল্টে আহত হলেব দুই পুলিশ কর্মী৷ আসানসোলের ধাদকা মোড়ের ঘটনা। জানা গেছে, বুধবার বারাবনি থানা থেকে কনস্টেবল অশোক বোস(৪৫) ও সিভিক পুলিশ কর্মী শুভ্রা মণ্ডল (২২) আসানসোল কোর্টে একটি মামলার সাক্ষী দিতে আসেন৷ কাজ শেষ করে ফিরে যাওয়ার পথে ধাদকা মোড়ে মোটর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আহত হন দুই পুলিশ কর্মী৷ স্থানীয়রা বারাবনি থানাতে খবর দিলে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠায়৷

Like Us On Facebook