রবিবার রাতভর পানাগড়ের রেলপাড়ে দুই পাড়ার সংঘর্ষে পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। সোমবার তাঁদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। জানা গেছে, আদালত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
উল্লেখ্য, পানাগড় রেলপাড় এলাকায় এবিসিডি ক্লাবের মাঠে খড়ের চালা তৈরি করাকে কেন্দ্র করে রবিবার রাতে রেলপাড় অগ্রগামী ক্লাবের সঙ্গে এবিসিডি ক্লাবের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, এবিসিডি ক্লাবের খড়ের চালা পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা উতপ্ত হয়। রাতভর এলাকায় সংঘর্ষের সঙ্গে চলে বোমাবাজি। আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন। তাঁদের মধ্যে দু’জনকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। সংঘর্ষের খবর পেয়ে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ৯ জনকে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় দুটি তাজা বোমা। আটক বেশ কয়েকটি মোটর সাইকেল। সোমবার গ্রেফতার হওয়া ৯ জনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। জানা গেছে, আদালত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।