আলাদা দুটি ঘটনায় দুই উচ্চমাধ্যমিকের ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পরীক্ষা দিল। বর্ধমানের ওড়গ্রাম হাইস্কুলের উচ্চমাধ্যমিক ছাত্রী মনীষা হাঁসদা আচমকাই সোমবার জ্বর ও বমির উপসর্গে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় চিকিৎসক এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মনীষার অসুস্থতার বিষয়টি জানানো হয় স্কুলে। এরপর কাউন্সিলের নির্দেশে মঙ্গলবার তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের অবজারভেশন রুমে রেখে পরীক্ষা দেবার ব্যবস্থা করা হয়। মনীষার সিট পড়েছিল ওড়গ্রাম মাদ্রাসায়।

অন্যদিকে, মন্তেশ্বর থানার কুসুমগ্রাম তৈয়েবা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উম্মে সালমা খাতুনের সিট পড়েছিল মন্তেশ্বরের সতীকৃষ্ণ গার্লস স্কুলে। এদিন পরীক্ষা শুরুর পরই সে পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকে। সঙ্গে সঙ্গে তাকে মন্তেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সালমা কিছুটা সুস্থ হলে কাউন্সিলের নির্দেশে হাসপাতালেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়।

Like Us On Facebook