প্রতীকি ছবি

এলাকার দুঃস্থ ও অসহায় ব্রাহ্মণ পরিবারের ছেলেদের পৈতে দিতে এগিয়ে এল বর্ধমান শহরের বিধানপল্লী ঘোষপাড়া কালীমাতা সংঘ। মঙ্গলবার রীতিমত ধর্মীয় আচার আচরণ মেনে বর্ধমান শহরের বেশ কয়েকটি ওয়ার্ড ও পঞ্চায়েত এলাকার মোট ১০ জনের উপনয়ন তথা পৈতের অনুষ্ঠান করা হল।

ক্লাবের সম্পাদক প্রভাত চক্রবর্তী জানিয়েছেন, গত ৬ বছর ধরেই তাঁরা এই ধরণের অনুষ্ঠান করছেন। তিনি জানান, বর্তমানে আর পূজো অর্চনায় আগ্রহী হচ্ছেন না নতুন প্রজন্ম। অথচ চলতি সময়ে কার্যতই পুজো-অর্চনার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আবার এই ক্লাব তথা ১১নং ওয়ার্ড ও বর্ধমান পুরসভার অন্যান্য ওয়ার্ডগুলিতেও বহু দুঃস্থ ব্রাহ্মণ পরিবার রয়েছেন। কেবলমাত্র অর্থের জন্য তাঁরা ছেলেদের পৈতে দিতে পারছেন না। তাই তাঁরাই ক্লাবের উদ্যোগে এই গণ উপনয়নের আয়োজন শুরু করেছেন গত ৬ বছর ধরে। এখনও পর্যন্ত প্রায় ৪০ জনের পৈতে দিতে পেরেছেন তাঁরা। তিনি জানান, এদিন এই ১০জনের পৈতের সমস্ত দায়ভারই তাঁরা গ্রহণ করেছেন। সমস্ত নিয়ম মেনেই এই ১০ জনের পৈতে দেওয়া হয়েছে। দুপুরে প্রায় ৩০০ জন নিমন্ত্রিতদের খাবারও ব্যবস্থা করা হয়েছে। ভাত, ডাল, আলুভাজা, এঁচোড়, পনীরের তরকারির পাশাপাশি চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম প্রভৃতির আয়োজনও ছিল ঢালাও।

Like Us On Facebook