.

কলেজের ক্ষমতা দখলকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। জখম কলেজের জিএস সহ দুপক্ষের ৮ জন। বৃহস্পতিবার গলসি কলেজে দু’দল ছাত্রের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ। ঘটনায় কলেজের জিএস রুহুল আমিন মল্লিকের মাথায় আঘাত লাগে। তাকে গলসি সতিডাঙা প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’পক্ষই গলসি থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।

Like Us On Facebook