খনিগর্ভে কাজ করার সময় মাথায় কয়লার চাঙড় ভেঙ্গে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের ইসিএলের খোট্টাডিহি কোলিয়ারির দুই নং পিটে। মৃত শ্রমিকদের নাম চন্দ্রশেখর গিরি ও কালেশ্বর মাহাতো।
জানা গেছে, রবিবার সকালে খনি গর্ভে কাজ করার সময় আচমকাই কয়লার চাঙড় ভেঙ্গে পড়ে দুই শ্রমিকের মাথায়। ঘটনাস্থলেই মারা যান দুই শ্রমিক। খবর জানাজানি হতেই সেফটি বিভাগের গাফলতির অভিযোগ তুলে অন্যান্য শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর সংগ্রহ করা পর্যন্ত জানা গেছে, উদ্ধরকারী দল নামিয়ে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে ইসিএল কর্তৃপক্ষ।
Like Us On Facebook