আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত সিতারামপুর এলাকায় এক যুবক আরবাজ খান (২২) শুক্রবার দুপুরে এলাকার একটি পুকুরে স্নান করতে নেমে জ্বলে তলিয়ে যায়। অপর একটি ঘটনায় আসানসোল উত্তর থানার আজাদ নগর বস্তি এলাকার মহম্মদ শাওন (১৭) নামে এক ছাত্র গাড়ুই নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায়।

জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কানায় কানায় ভরে উঠেছে এলাকার পুকরগুলি। এদিন দুপুরে আরবাজ পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করতে না পেরে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে আসে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ খবর দেয় উদ্ধারকারী দলকে। উদ্ধারকারী দলের সদস্যরা আসতে দেরি করায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে উদ্ধারকারী দলের সদস্যরা এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।

অন্য একটি ঘটনায় আসানসোল পুরসভার অন্তর্গত ২৩ নং ওয়ার্ড তথা আজাদ নগর বস্তি এলাকায় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক ছাত্র ৷ স্থানীয় হাজি কদম স্কুলের একাদশ শ্রেণির ছাত্র মহম্মদ শাওন (১৭), সকাল ১১টা নাগাদ গাড়ুই নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ এসে পৌঁছায়৷ মহম্মদ শাওনকে উদ্ধারের জন্যে দমকল বিভাগকেও খবর দেওয়া হয়৷ বৃষ্টির কারণে নদীতে জলের স্রোত থাকায় শাওনকে খুঁজে পাওয়া যায়নি৷ পরে বেলা সাড়ে তিনটে নাগাদ শাওনের দেহ নদীতে ভেসে ওঠে৷ পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়৷

Like Us On Facebook