আসানসোলের কুলটি থানার কুলটি কলেজ পাড়া এলাকায় জোড়া মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। স্থানীয় সুত্রে জানা গেছে, অতনু ব্যানার্জী (৫৮) কুলটি কলেজ পাড়া এলাকায় একাই থাকতেন এবং কুলটি শ্ৰীপুর এলাকার যুবক দেবাশীষ কর্মকার (২৭) প্ৰায়ই অতনু বাবুর বাড়িতে আসতেন। অতনু বাবুর দাদা রনি ব্যানার্জী জানান, অতনু বাবুর সঙ্গে তাঁর শেষ কথা হয় শনিবার রাতে। তারপর আর যোগাযোগ না হওয়ায় রনিবাবু মৌখিকভাবে কুলটি থানায় জানান। সোমবার সকালে রনিবাবু এবং কুলটি থানার পুলিশ অতনুবাবুর বাড়িতে যান। বাড়ি তালাবন্ধ দেখে পুলিশ তালা ভেঙে বাড়িতে ঢোকামাত্র পচা গন্ধ পায়। এরপর পুলিশ গলার নলি কাটা এবং সারা গায়ে আঘাতের চিহ্ন সহ অতনুবাবু ও দেবাশীষবাবুর মৃতদেহ দেখতে পায়। পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কি কারণে এই খুন তা খতিয়ে দেখছে।

Like Us On Facebook