দুর্গাপুরের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে বাড়ির সামনে বা গ্যারেজে দাঁড়িয়ে থাকা গাড়ি বা বাইকে আগুন ধরিয়ে দেওয়ার কিনারা করতে দুর্গাপুর পুলিশ সোমবার দুই ব্যাক্তিকে আটক করে রাতভর জিজ্ঞাসাবাদ চালিয়ে তাঁদের গ্রেফতার করে আরও তদন্তের স্বার্থে হেফাজতে নিতে মঙ্গলবার দুর্গাপুর আদালতে হাজির করল। জানা গেছে, ওই দুই ব্যক্তি আগে রাতের পাহারার দায়িত্বপ্রাপ্ত আরজি পার্টির সদস্য ছিলেন। দু’জনেই দুর্গাপুরের ইস্পাত কারখানার টাউনশিপের বি-জোনের বাসিন্দা। একজনের নাম তারক কর্মকার অন্যজন গৌরাঙ্গ পাল।
দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তার দাবি, গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িত থাকার ব্যাপারে নিশ্চিত হয়েই পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করেছে। অভিষেক গুপ্তার দাবি, ধৃত দু’জনই বিভিন্ন গাড়িতে আগুন লাগানোর কথা স্বীকার করেছেন। অভিষেক গুপ্তা বলেন, ‘এঁরা আগে রাতের পাহারায় আরজি পার্টির ডিউটি করতেন। তাই রাতে বিভিন্ন এলাকায় এঁরা অবাধে ঘোরাফেরা করতেন। আর সুযোগ বুঝে গৃহস্থের বাড়ির গ্যারেজে বা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি বা বাইকে আগুন ধরিয়ে দিতেন। তবে এঁরা কেন এই কাজ করতেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায় নি। এর পিছনে কি মোটিভ রয়েছে তা এখনই বলা সম্ভব নয়। তাই আমরা ধৃতদের আজ আদালতে হাজির করেছি। আদালতের নির্দেশে পুলিশের হেফাজতে নিয়ে সেই বিষয়ে আরও তদন্ত করা হবে।’
উল্লেখ্য, গত প্রায় একবছর ধরে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গৃহস্থের বাড়ির গ্যারেজে বা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বাইক বা গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছিল। কোন ঘটনারই কিনারা করতে পারে নি পুলিশ। শহর জুড়ে গাড়িতে আগুন লাগার আতঙ্ক ছড়াচ্ছিল। কিন্তু সোমবার দুর্গাপুরের পুলিশ গাড়িতে আগুন লাগানোর ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে সোমবার রাতভর ম্যারাথন জিজ্ঞাসাবাদ করলে ধৃতরা তাঁদের দোষ স্বীকার করে বলে জানা গেছে।