টুইটারের মাধ্যমে টুইট করার অক্ষরসীমা বেড়ে ১৪০ থেকে ২৮০ হল। ১১ বছর আগে টুইটার চালু হওয়ার পর এই প্রথম অক্ষরের সীমা বাড়ান হল। মঙ্গলবার টুইটার কর্তৃপক্ষ এই সুবিধার কথা ঘোষণা করেছে। এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মকে মানুষের মধ্যে আরও জনপ্রিয় করে তুলতেই এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে। অক্ষর সংখ্যা দ্বিগুণ করে টুইটারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা আরও সহজে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারবেন। সেইসঙ্গে বেশি করে লাইক ও রিটুইট হবে বিভিন্ন টুইটের। কর্তৃপক্ষের আশা এর ফলে ব্যবহারকারীরা আরও বেশি সময় টুইটারের মধ্যে থাকবেন এবং ব্যবহারকারীর সংখ্যাও বাড়বে। বর্তমানে টুইটার ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৩ কোটি।
Like Us On Facebook