করোনার জেরে দেশে লকডাউন। বন্ধ যাবতীয় গণপরিবহণ। চরম দুর্ভোগে পড়েছেন ভিন রাজ্য থেকে আসা মানুষজন। বাড়ি ফেরার তাগিদে বাস-ট্রেন না পেয়ে জাতীয় সড়ক ধরে পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টায় বের হয়েছেন অনেকে। সেইরকম এক চিত্র ধরা পড়ল পানাগড়ে। শুক্রবার সকালে জাতীয় সড়ক ধরে ২৫ জনের একটি দল কৃষ্ণনগর থেকে কর্নাটক অভিমুখে যাওয়ার সময় পানাগড়ের মানুষজন তাঁদের পথ আটকে কাঁকসা থানায় খবর দেয়।

জানা গেছে, তাঁরা প্লাস্টিকের সামগ্রী বিক্রি করতে কর্নাটক থেকে কৃষ্ণনগর এসেছিলেন। লকডাউন ঘোষণা হওয়ার পর স্থানীয় মানুষ তাঁদের হটিয়ে দেয় কৃষ্ণনগর থেকে বলে অভিযোগ করেন কর্নাটকের বাসিন্দা কৃষ্ণ লছমন ভোঁসলে। তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে পড়ে পায়ে হেঁটেই আমরা ২৫ জন জাতীয় সড়ক ধরে কর্নাটক যাওয়ার সিদ্ধান্ত নিই। কাঁকসা টোল প্লাজায় এলে স্থানীয় মানুষ আমাদের দেখে খোঁজ খবর নিয়ে পুলিশকে জানায় এবং পুলিশের ব্যবস্থায় আপাতত আমাদের থাকা-খাওয়ার ব্যবস্থা হয়েছে।’

জানা গেছে, কাঁকসা থানার পুলিশ তাঁদের খোঁজ খবর নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করায়, তারপর তাদের খাওয়া-থাকার ব্যবস্থা করে। পানাগড় গুরুদোয়ারা প্রবন্ধক কমিটি এইসব দুর্ভোগে পড়া মানুষদের তিনবেলা খাওয়া ও থাকার ব্যবস্থা করে কাঁকসা থানার পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ভিন রাজ্যে এসে এইভাবে চরম দুর্দিনে পাশে দাঁড়ানোয় কাঁকসা থানার পুলিশ সহ স্থানীয় মানুষ ও পানাগড় বাজারের গুরুদোয়ারা প্রবন্ধক কমিটিকে কৃতজ্ঞতা জানান দুর্ভোগে পড়া এইসব মানুষজন।


Like Us On Facebook