.
কাঁকসার মাস্টার পাড়ার কাছে বাইপাসের আন্ডার পাশে বালির ট্রাক ও ট্যাঙ্কার আটকে যাওয়ায় একদিকে আন্ডার পাস দিয়ে বন্ধ যান চলাচল, অপর দিকে কলকাতাগামী পানাগড় বাইপাসের সার্ভিস রোডে আটকে যায় বহু গাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যায় বালি বোঝাই একটি ট্রাক কাঁকসার মাস্টার পাড়ার কাছে পানাগড় বাইপাসের আন্ডার পাশে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে পড়ে। ডান পাশ ধরে সেই সময় একটি ট্যাঙ্কার পার হতে গিয়ে ট্যাঙ্কারটিও আটকে যায় আন্ডার পাশের মুখে।এর পরেই পানাগড় থেকে ডাকবাংলো যাওয়ার রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল, একই সাথে কলকাতাগামী সমস্ত গাড়ি সার্ভিস রোডে আটকে পড়ে। খবর পেয়ে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুটি ক্রেনের সাহায্যে ঘন্টা খানেকের চেষ্টায় ট্রাক ও ট্যাঙ্কারটিকে সরিয়ে দুটি রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে।
Like Us On Facebook