বুধবার ভোরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ মহিলা সহ ৪ জনের। গুরুতর আহত অবস্থায় বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন ৬। ঘটনাটি ঘটেছে বর্ধমানের বাঁকুড়া মোড়ের কাছে গৌরাঙ্গ রোডে। মৃতরা হলেন সাগরিকা সিং (৪৬), বাদল দত্ত (৫৬), অশোক পোদ্দার (৫৫) ও রাম নায়েক (৪২)। মৃতরা সকলেই সেহারা বাজার এবং সগড়াই সংলগ্ন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে ২ জন সবজি বিক্রেতা, ১ জন বাস কন্ডাক্টর ও ১ জন অন্য বাবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনকার মতো ভোর ৫টা নাগাদ সেহারা বাজার এবং সগড়াই সংলগ্ন বিভিন্ন বাজারের কয়েকজন সবজি বিক্রেতা একটি ছোট হাতি গাড়ি ভাড়া করে সদরঘাটের কাছে পোলেমপুরের সবজি বাজারে আসছিলেন সবজি কিনতে। এদিন সবজি বিক্রেতাদের সঙ্গে ওই গাড়িতেই আসছিলেন এক বাস কন্ডাক্টর ও অন্য এক ব্যবসায়ী। ৫ টা ১৫ মিনিট নাগাদ গৌরাঙ্গ রোডের কাছে হঠাৎই পিছন থেকে আসা দ্রুত গতি সম্পন্ন একটি ট্রাক গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। চলন্ত গাড়িটিকে সজোরে ধাক্কা মারার ফলে গাড়িটি শুন্যে কয়েক পাক ঘুরে উল্টে পড়ে যায় পাশের নয়ানজুলিতে। খবর পেয়ে রায়না এবং খন্ডঘোষ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। অপর একজনের মৃত্যু হয় বর্ধমান হাসপাতালে। গুরুতর আহত ৬ জনকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।