এ যেন গোদের উপর বিষ ফোঁড়া। একদিকে বাড়ছে ডিজেলের দাম। অন্যদিকে আছে জাতীয় সড়কে উচ্চ হারে টোল ট্যাক্স। তার উপর ওভার লোডেড ট্রাকের উপর অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে। ফলে ট্রাকগুলিতে পণ‍্য বহন করা এখন লোকসান হয়ে দাঁড়িয়েছে বলে এক গুচ্ছ অভিযোগ ট্রাক মালিক সংগঠন গুলির।

বুধবার রাজবাঁধে ট্রাক মালিক ও কর্মীরা এর প্রতিবাদে রাস্তায় নেমে প্ল্যাকার্ড হাতে রাজবাঁধ টোল প্লাজার সামনে বিক্ষোভ দেখালেন। ট্রাক মালিক সংগঠনের দাবি অমানবিক ভাবে ট্রাকের উপর অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এই ভাবে চললে অচিরেই ট্রাক মালিকরা লোকসানের বোঝা বইতে বইতে একদিন ট্রাক পরিবহণ ব্যবসা বন্ধ করে দিতে হবে। এদিন বিক্ষোভ শেষে টোল প্লাজা কর্তৃপক্ষের সঙ্গে ট্রাক মালিক সংগঠনের এক বৈঠকও হয়। বৈঠকে ট্রাক মালিক সংগঠনের নেতারা টোল প্লাজা কর্তৃপক্ষকে ট্রাক পরিবহণ ব্যবসা বাঁচাতে বিবেচনা করে টোল ট্যাক্স নেবার আবেদন জানিয়েছেন বলে জানান ট্রাক মালিক সংগঠনের নেতারা।

Like Us On Facebook