ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক স্কুটি আরোহীর। ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কে গলসির রাকোনা মোড়ের কাছে। মৃতের নাম মানস সরকার (৪২)। বুদবুদের বাসিন্দা বলে জানা গেছে। মানসবাবুকে ধাক্কা মেরে ঘাতক ট্রকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মানসবাবু বর্ধমানের দিক থেকে হেলমেট পড়ে নিজের স্কুটিতে বুদবুদ ফিরছিলেন। গলসির রাকোনা মোড়ের কাছে পিছন থেকে একটি ট্রাক তাঁকে ধাক্কা মারলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। তাঁর স্কুটিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মানসবাবুর। স্থানীয় মানুষজন দেখতে পেয়ে খবর দেন গলসি থানায়। গলসি থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মানসবাবুর মোবাইল থেকে তাঁর বাড়িতে খবর পাঠায় পুলিশ। দুর্ঘটনার পর জাতীয় সড়কে আসানসোলগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং মানসবাবুর স্কুটিটি রাস্তা থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।