রেল গেটের পাশে ধাক্কা মেরে রেল লাইনে উঠে পড়ল একটি দশচাকা ট্রাক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে কালনার ধাত্রীগ্রাম রেল স্টেশনের কাছে। ঘটনার জেরে প্রায় তিন ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালনা থেকে বর্ধমান যাওয়ার পথে পণ্য বোঝাই একটি দশ চাকা ট্রাক ধাত্রীগ্রামে রেল গেটের পাশে ধাক্কা মেরে রেল লাইনে উঠে পড়ে। যদিও সেই সময় রেল গেটটি খোলাই ছিল। দশ চাকা ট্রাকের ধাক্কায় ওই রেল গেটটি অংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা। এই ঘটনার পর হাওড়া-কাটোয়া ও ব্যাণ্ডেল-কাটোয়া লাইনে আপ ও ডাউনে ট্রেন চলাচল কয়েক ঘন্টা বন্ধ থাকে। দেরীতে চলতে থাকে ওই লাইন দিয়ে চলাচল করা বেশ কিছু দূরপাল্লার ট্রেন। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পরে কামরুপ এক্সপ্রেস, রাধিকাপুর এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন।
রেল সূত্রে জানা গেছে, ঘটনার জেরে মঙ্গলবার ভোর ৩টে ২০ থেকে ৬টা ২০ পর্যন্ত হাওড়া-কাটোয়া ও ব্যাণ্ডেল-কাটোয়া লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। আপ ও ডাউন মিলে মোট চারটি লোকাল ট্রেন বাতিল করা হয়। ট্রেন লাইনে উঠে পড়া ট্রাকটির মাল খালাস করে ক্রেন দিয়ে সেটিকে রেল লাইন থেকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। ট্রাকটিকে পুলিশ আটক করেছে। ট্রাকের চালক পলাতক।