দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়িকে রাস্তা থেকে সরানোর সময় পুলিশের পেট্রোলিং ভ্যানকে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে বুধবার সাতসকালে জাতীয় সড়কের উপর কাঁকসা চটির কাছে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি দুর্ঘটনাগ্রস্ত গাড়িকে রাস্তা থেকে সরানোর সময় পুলিশের পেট্রোলিং ভ্যানে পিছন থেকে ধাক্কা মারে একটি দ্রুতগামী ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশ কর্মী অখিলেশ মন্ডলের। এবং গুরুতর আহত হন আরও তিন পুলিশ কর্মী সহ ন্যাশনাল হাইওয়ের একজন কর্মী। তাঁদের উদ্ধার করে দুর্গাপুরের বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আহত পুলিশ কর্মীদের নাম মুজিবর রহমান, মেহের আলি ও সঞ্জয় মন্ডল। ন্যাশনাল হাইওয়ে অথরিটির কর্মী প্রদীপ দাসও গুরুতর আহত হন।কাঁকসার এসিপি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় জানান, ঘাতক ট্রাকটি ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।