বুধবার সকালে পূর্ব বর্ধমানের গলসি থানার বড়দিঘি মোড়ের কাছে জাতীয় সড়কে মোটর বাইকের পিছনে একটি ট্রাক ধাক্কা মারলে বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি দশচাকা ট্রাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর। মৃতদের নাম কুরবান মির্জা (২৪) ও মনিরুল সেখ(২৫)। মৃতদের একজনের বাড়ি গলসি থানার বাবলাতে অন্যজনের বাড়ি শিমুলিয়া গ্রামে।

জানা গেছে, মৃত দুই যুবকই মার্বেল মিস্ত্রি। বাড়ি থেকে বর্ধমানে কাজে যাওয়ার পথে জাতীয় সড়কের বড়দিঘিতে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলে গলসি থানার পুলিশ গিয়ে মৃত দুই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরুদ্ধ হয়ে পড়ে দুর্গাপুর থেকে কলকাতামুখী রাস্তা।

এই সময় বর্ধমানের দিকে আসার জন্য একটি যাত্রীবাহী বাস রাস্তার ভিড় এড়িয়ে উল্টো দিকের লান দিয়ে যাবার জন্য ঘুরতেই কলকাতা থেকে আসানসোলগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় দুটি বাসের বেশ কয়েকজন গুরুতর জখম হয়। স্বাভাবিকভাবেই একই সময়ে জাতীয় সড়কের দুটি রাস্তায় দুটি আলাদা দুর্ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কিচ্ছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করে।

Like Us On Facebook