ইসিএলের কাজোড়া এরিয়ার অন্তর্গত মুকুন্দপুর সাইডিংয়ের কাছে ইসিএলের একটি বালি বোঝাই ট্রাক পিষে দেয় এক বাইক আরোহীকে। গুরুতর আহত আরও দুই বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সুদন কোড়া(২৮)। বাড়ি শীতলপুর চন্ডীপাড়া। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুদন কোড়া তাঁর তিন বন্ধুকে নিয়ে একটা বাইকে চড়ে ফুটবল খেলতে গিয়েছিলেন। খেলা শেষে বাড়ি ফেরার সময় মুকুন্দপুর সাইডিংয়ের কাছে পিছন থেকে একটি বালি বোঝাই দশ চাকা ট্রাক তাঁদের ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশকে। অন্ডাল থানার পুলিশ এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সুদন কোড়াকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিনের এই ঘটনার পর এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়েন। আটকে দেওয়া হয় ইসিএলের পরিবহণ। স্থানীয়দের অভিযোগ, ইসিএলের কয়লা ও বালি পরিবহণের জন্য কিছু গাড়ি বেপরোয়া ভাবে চলাচলের জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে এলাকায়। মৃত যুবকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান এলাকাবাসী। শেষমেশ পুলিশের আশ্বাসে অবরোধ তোলেন স্থানীয়রা।