ফের জাতীয় সড়কে ট্রাক চালকদের বিক্ষোভ, অবরোধ ও পুলিশের গাড়ি ভাঙচুর। মহরম উপলক্ষে গত তিনদিন ধরে ২নং জাতীয় সড়কে আসানসোলের সুইডি মোড়ে ‘নো-এন্ট্রি’ বোর্ড ঝুলিয়ে ট্রাক আটকে দেওয়ার অভিযোগে শনিবার সকালে ট্রাক চালকরা একজোট হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
ট্রাক চালকদের অভিযোগ, বৃহস্পতিবার থেকে তাঁরা নো-এন্ট্রি থাকায় ট্রাক নিয়ে আটকে আছেন আসানসোলে জাতীয় সড়কের উপর। ফল, সবজি বোঝাই গাড়ির মাল পচে যাচ্ছে। পানীয় জল ও খাবার পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকজন ট্রাক চালক অসুস্থ হয়ে পড়েছেন। ট্রাক চালক শিব কুমার বলেন, ‘অন্য কোন রাজ্যে এভাবে জাতীয় সড়কের উপর গাড়ি আটকানো হয় না। আমরা চাই জাতীয় সড়কের উপর যেন কোন বাধা না থাকে।’ ট্রাক চালকদের অবরোধে এদিন জাতীয় সড়কে যান চলাচল ব্যহত হয়। পুলিশ ঘটনাস্থলে এসে চালকদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন ট্রাক চালকরা। পরে জাতীয় সড়কে ফের যান চলাচল স্বাভাবিক হয়।