দ্রুতগতিতে ট্রাক চালানোর অভিনব শাস্তি! ট্রাফিক পুলিশের ডিউটি দেওয়া হল ট্রাক চালককে। পূর্ব বর্ধমানের রায়না থানার বাদুলিয়া মোড়ে ট্রাফিক পুলিশের ডিউটি করছেন আউশগ্রামের কয়রাপুরের ট্রাক চালক সেখ সইফুদ্দিন। চারদিন দু’ঘন্টা করে সেই ডিউটি করতে হবে তাঁকে। এমন শাস্তি পেয়ে খুশি সইফুদ্দিনও।

ট্রাফিক পুলিশের পোশাকে সইফুদ্দিন এখন অন্য চালকদের পথ সচেতনতার পাঠ দিচ্ছেন। বর্ধমান-আরামবাগ রোডে বেপরোয়াভাবে ট্রাক চালানোর জন্য কয়েকদিন আগে তাঁকে জরিমানা করা হয় এবং তাঁর লাইসেন্স বাজেয়াপ্ত করে পুলিশ। এরপর তাঁকে এই শাস্তির বিধান দেন জেলা ট্রাফিক পুলিশের পদস্থ কর্তারা। সেই শাস্তিকে মান্যতা দিতে শনিবার থেকে কাজ শুরু করেছেন সইফুদ্দিন। বার বার জরিমানার চেয়ে এই প্রচেষ্টায় বেশি কাজ হবে বলে মনে করছেন জেলা পুলিশ কর্তারা। অন্যদের পথ নিরাপত্তার বিষয়ে সচেতন করতে পেরে খুশি সইফুদ্দিন। পুলিশের এই পদক্ষেপ কাজে আসবে বলে মনে করছেন স্থানীয় মানুষ থেকে অন্য গাড়ি চালকরা।

Like Us On Facebook