জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণের সময় একটি দশচাকা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল এক কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে। ২ নং জাতীয় সড়কে গলসির পুরষার ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সিভিক ভলান্টিয়ারের। মৃতের নাম মান্তু দাঁ। বাড়ি গলসি থানার রামপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকালে দুই সহকর্মীর সঙ্গে মান্তু দাঁ গলসি এক নম্বর ব্লকের পুরষা হাসপাতালের সামনে ২ নং জাতীয় সড়কে ডিউটি করছিলেন। সকালে হাসপাতালে আগত রোগী ও রোগীর আত্মীয়দের রাস্তা পারাপারের জন্য তিনি রাস্তার কাটিংয়ের মাঝে দাঁড়িয়ে ট্রাফিক ডিউটি পালন করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কর্তব্যরত মান্তু দাঁকে পিষে দিয়ে উল্টো দিকের লেনে গিয়ে একটি ট্রাককে ধাক্কা মারে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। চালককে গ্রেফতার করেছে গলসি থানার পুলিশ।

Like Us On Facebook