বালি বোঝাই ট্রাকের ধাক্কায় পান্ডবেশ্বরের জোয়ালডাঙায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। মৃত ব্যক্তিদের নাম নির্মল সৌ ও মরুর চন্দ্র সৌ। জানা গেছে, ওই দুই বাইক আরোহী বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা। স্থানীয় কোলিয়ারিতে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টা নাগাদ দুবরাজপুর থেকে বাইকে করে কাজে যোগ দিতে আসার সময় পান্ডবেশ্বর-কুমারডিহি রোডের এবি পিটে রাস্তায় বালি বোঝাই একটি ট্রাক উল্টো দিক থেকে বেপরোয়া ভাবে আসার সময় পিষে দেয় ওই দুই বাইক আরোহীকে। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা ঘাতক ট্রাকটিকে আটক করে ভাঙচুর চালায়। ট্রাকের চালক ও খালাসি অবস্থা বেগতিক বুঝে চম্পট দেয়। খবর চাউর হতেই এলাকার বাসিন্দারা বালি বোঝাই বেপরোয়া ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষোভে ফেটে পড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পান্ডবেশ্বর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।