জাতীয় সড়কে রবিবার সকালে চলন্ত ট্রাকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে রাণীগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুক এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের উপর। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড় ৯টা নাগাদ দশ চাকার একটি ট্রাক হলদিয়া থেকে মঙ্গলপুরের দিকে আসছিল। বীরভূমের ট্রাকটি হলদিয়া থেকে মাল নিয়ে মঙ্গলপুরে একটি সিমেন্ট ফ্যাক্টারিতে আসছিল। রাণীগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুক এলাকায় জাতীয় সড়কের একটি ওভার ব্রিজে ওঠার সময় ট্রাকটির ইঞ্জিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে চালক ট্রাকটিকে থামিয়ে নেমে যান। জলন্ত ট্রকটিকে দেখে স্থনীয় মানুষজন দমকলে খবর দেয়। দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। ট্রাকটিতে থাকা নগদ কুড়ি হাজার টাকা সহ গাড়ির কাগজ পত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও ট্রাকটির ইঞ্জিন সহ সামনের অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। ইঞ্জিনে শর্ট-সার্কিট থেকেই এই বিপত্তি বলে মনে করছেন দমকল কর্মীরা।