১৬৫ তম হুল দিবসে গোটা রাজ্যের আদিবাসী মানুষদের হাতে সস্তায় শাড়ি তুলে দিতে এলাকায় এলাকায় কাউন্টার খোলার কথা ঘোষণা করলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। মঙ্গলবার বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ডে সিধু কানহুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পর এই ঘোষণা করেছেন তিনি।
স্বপনবাবু জানিয়েছেন, পুর্ব বর্ধমানের আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রথম ধাপে ৪টি কাউণ্টার খোলা হবে। এরপর গোটা রাজ্যেই এই কাউন্টার খোলা হবে। তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা তন্তুজের উদ্যোগে এই ধরণের সস্তার শাড়ি বিক্রির কাউন্টার আগেই রয়েছে। এবার আদিবাসী এলাকায় এই কাউন্টার খোলা হবে। তিনি জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আগ্রহে এই শাড়ি পিছু ৯৯ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। স্বপনবাবু জানিয়েছেন, এই কাউন্টার থেকে আদিবাসীরা সস্তায় এই শাড়ি যেমন কিনতে পারবেন, তেমন নিম্ন আয়ের মানুষরাও এই সুযোগ পাবেন। তিনি জানিয়েছেন, এই শাড়ির দাম ১০৬ টাকা। তার সঙ্গে যুক্ত হবে জিএসটি। আপাতত পূর্ব বর্ধমান জেলা থেকেই এই কাউণ্টার খোলা শুরু হচ্ছে। বর্ধমানের আউশগ্রাম, মেমারি, দক্ষিণ দামোদর এবং পুর্বস্থলী এলাকায় এই কাউণ্টার খোলা হচ্ছে। আস্তে আস্তে তা অন্যান্য জেলাতেও চালু হবে। তবে সবই হবে আদিবাসী এলাকায়।