কেন্দ্রের বিজেপি সরকার ও ঝাড়খণ্ডের বিজেপি মুখ্যমন্ত্রী সিএনটি অ্যাক্ট (ছোটনাগপুর জমি স্বত্ত্ব অধিকার আইন) এবং এসপিটি অ্যাক্ট (সাওতাল পরগণা জমি স্বত্ত্ব অধিকার আইন) এই দুটি আইন সংস্কার করে আদিবাসীদের জমি-জঙ্গলের অধিকার বাতিল করার অভিযোগে গোটা দেশ জুড়ে রেল ও রাস্তা অবরোধ করলেন আদিবাসী সংগঠনগুলি। ভারত জাকাত মাঝি পরগণা মহলের বর্ধমান জেলা পরগণা পৃথ্বী মূর্মূ জানিয়েছেন, এই আইন বাতিলের দাবীতে তাঁরা গোটা রাজ্য তথা দেশ জুড়েই এই আন্দোলন করছেন। এরপরেও দাবী না মিটলে তাঁরা সারা বছর ধরেই আন্দোলনের পথে যাবেন। তিনি জানিয়েছেন, এদিন তাঁদের ১৩টি আদিবাসী সংগঠনের ডাকে বর্ধমানের মেমারী ষ্টেশন ও চকদিঘী মোড়, গুসকরা, নাদনঘাট,কালনা সহ পূর্ব বর্ধমান জেলার ৬টি জায়গায় রেল অবরোধ করেন প্রায় ঘণ্টাখানেক। অন্যদিকে, এদিন জায়গায় জায়গায় রেল ও রাস্তা অবরোধের ঘটনায় রীতিমত দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। বর্ধমান ষ্টেশনের ষ্টেশন ম্যানেজার স্বপন অধিকারী জানিয়েছেন, এদিন সকাল ১০.২৫ থেকে ১১.৫৫ পর্যন্ত রেল অবরোধ করা হয় গুসকরা ষ্টেশনে। এছাড়াও সকাল ১০.৩০ থেকে ১১.৩০ টা পর্যন্ত মেমারিতেও রেল অবরোধ করা হয়। এর ফলে ডাউন বাঘ এক্সপ্রেস এবং ডাউন রকসৌল হাওড়া এক্সপ্রেসকে কর্ড লাইন দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও স্বপনবাবু জানিয়েছেন, এই অবরোধের জেরে ব্যাপক প্রভাব পড়েনি। সাময়িক কিছু লোকাল ট্রেন দেরীতে চলাচল করলেও দুপুরের পর থেকে সব ট্রেন স্বাভাবিকভাবেই চলাচল করেছে।
Like Us On Facebook