ভুল বুঝিয়ে ব্যবসায়ীদের জিএসটির বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন মমতা। পাহাড়ের ছোট্ট আন্দোলন সামলাতে পারছেন না তিনি। মুখ্যমন্ত্রী পাহাড়ে অশান্তির আগুন জ্বালিয়ে নেদারল্যাণ্ড পালিয়ে গিয়েছিলেন। পাহাড়ে থাকার তাঁর সাহস নেই বলে মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। শুক্রবার বর্ধমানের পালসিটে বিস্তারক যোজনার কর্মসূচীতে অংশগ্রহন করে তিনি ছিলেন কার্যত আক্রমণাত্মক। এলাকার কয়েকটি বাড়িতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে খোঁজ খবরও নেন তিনি। গতকাল মুখ্যমন্ত্রী বর্ধমানের সভায় বলেছিলেন যারা কাশ্মীর সামলাতে পারে না, তারা দার্জিলিং নিয়ে উঁকি ঝুঁকি মারছে। এই বিষয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন মুখ্যমন্ত্রী এতদিন বলতেন পাহাড় হাসছে। এখন পাহাড়ে আগুন জ্বলছে আর বাংলা কাঁদছে। অন্যদিকে তিনি পরিস্কার জানান বিজেপি বাংলা ভাগ হতে দেবে না। প্রয়োজনে তার জন্য রক্ত দিতে প্রস্তুত বিজেপি।

Like Us On Facebook