.

দীপাবলির প্রাক্কালে আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের বস্ত্র বিতরণ করলেন প্রশাসনিক আধিকারিকরা। অন্ডাল ব্লক প্রশাসনিক আধিকারিক ও ব্লক স্তরের সরকারি কর্মীদের আর্থিক অনুদানে সমৃদ্ধ ফান্ড থেকে বৃহস্পতিবার অন্ডালে ১৫০ জন আদিবাসী মহিলার হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। অন্ডাল ব্লক প্রশাসনের উদ্যোগে অন্ডালের দক্ষিণখন্ডে আয়োজিত হয় অনুষ্ঠানটি। দুর্গাপুরের মহকুমা শাসক ও অন্ডালের ব্লক উন্নয়ন অধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকরা এই বস্ত্র বিতরণ করেন। এদিনের অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিকরা আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের বিভিন্ন সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন বলে জানা গেছে।