বর্ধমান-পুরুলিয়া লোকাল ট্রেন প্রত্যেকদিন দেরিতে চলায় শুক্রবার সকালে পানাগড় রেলস্টেশনে যাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ দেখান। বর্ধমান-পুরুলিয়া লোকাল ট্রেন পানাগড়ে আসার কথা সকাল ৯টা ৪০ মিনিটে। কিন্তু প্রত্যেকদিন ট্রেনটি প্রায় ৩০-৪০ মিনিট পরে পানাগড় রেল স্টেশনে ঢোকে বলে অভিযোগ যাত্রীদের। ফলে নিত্য যাত্রী থেকে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা সকলেই চরম দুর্ভোগে পড়ছেন বলে অভিযোগ। শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে বর্ধমান-পুরুলিয়া লোকাল ট্রেন পানাগড়ে আসার পর যাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে পানাগড় স্টেশনে লাইনের উপর নেমে বিক্ষোভ দেখাযন। ফলে মালগাড়ি সহ বেশকিছু ট্রেন আটকে যায়। এরই মধ্যে কিছু বিজেপি কর্মী অবরোধ তুলতে গেলে বিক্ষোভরত যাত্রীদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। প্রায় ৪০ মিনিট অবরোধ চলার পর রেল পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠে গেলে বর্ধমান-পুরুলিয়া লোকাল ফের স্টেশন ছাড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Like Us On Facebook