ফের পানাগড়ে লরির ধাক্কায় মৃত্যু হল এক কর্তব্যরত ট্রাফিক পুলিশের। গত এক সপ্তাহের মধ্যে পানাগড়ে ২নং জাতীয় সড়কে বেশ কয়েকজন পথ দুর্ঘটনায় মারা যাবার পর দুর্গাপুর মহকুমাশাসক পথ দুর্ঘটনা রোধ করতে ২নং জাতীয় সড়ক কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেন শুক্রবার। শনিবার প্রশাসনের কর্তারা পানাগড় গিয়ে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুর্ঘটনাস্থলগুলি সরজমিনে পরিদর্শন করে পর্যোলোচনা করেন। পরিদর্শনের ২৪ ঘন্টা পেরোতে না পেরোতে ফের পানাগড়ে ২নং জাতীয় সড়কে এবার খোদ ট্রাফিক পুলিশেরই প্রাণ গেল ট্রাকের ধাক্কায়। মৃত ট্রাফিক পুলিশের নাম নারায়ণ রায় (২৭)। মৃতের বাড়ি রক্ষিতপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে পানাগড়ে রবিবার ডিউটি করার সময় একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে নারায়ণ বাবুকে। ঘটনাস্থলেই মারা যান তিনি। ট্রাকটিকে গলসিতে আটক করে চালককে পুলিশ ধরে ফেলে বলে খবর। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় কাঁকসা থানার পুলিশ। নারায়ণ বাবুর মৃত্যুতে পুলিশ মহলে শোকের ছায়া নেমে আসে। পর পর পানাগড়ে ২নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণ যাবার পর রাস্তা তৈরির নকশা কে সকলে দুষলেও দুর্গাপরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা মনে করেন রাস্তা তৈরির নকশার ভুলে নয়, চালকদের অসচেতনতার অভাবেই জাতীয় সড়কে এই ভাবে পর পর পথ দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে।
Like Us On Facebook