পানাগড়ে পরপর দুর্ঘটনা ও মৃত্যু মিছিলের খবরে উদ্বিগ্ন জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশ। সোমবার ট্রাফিক পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ যৌথভাবে পানাগড়ে স্পিডগান নিয়ে রাস্তায় বিভিন্ন গাড়ির গতি পর্যবেক্ষণ করেন।
ট্রাফিক পুলিশের এসিপি শাশ্বতী সামন্তের নেতৃত্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক প্রিয়াংশু কুমার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা সোমবার জাতীয় সড়কে স্পিডগান নিয়ে রাস্তায় বিভিন্ন গাড়ির গতি পরীক্ষা করেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক প্রিয়াংশু কুমার বলেন, জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় কি গতিতে গাড়ি চালাতে হবে তার বোর্ড লাগানো আছে। কিন্তু দেখা যাচ্ছে গাড়ির চালকরা সেই নিয়মের তোয়াক্কা না করেই গাড়ি চালাচ্ছেন। তাছাড়া বেশীরভাগ চালকের বৈধ কাগজপত্রও নেই। ফলে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। সোমবার স্পিডগান দিয়ে গতি মাপ করার সময় একটি যাত্রীবাহী এসবিএসটিসি বাসকে থামায় পুলিশ। ওই বাস চালকের কাছে বৈধ লাইসেন্স সহ কাগজপত্র ছিল না বলে অভিযোগ পুলিশের।