সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে রাজ্য জুড়েই চলছে প্রচারাভিযান। এবার ছাত্রছাত্রীদের হাতে-কলমে ট্রাফিক আইন সংক্রান্ত পাঠ দিতে বর্ধমান ২ ব্লকের সদর পূর্ব চক্রের বড়শুল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে তৈরি হল ট্রাফিক পার্ক। বিদ্যালয়কে শিক্ষামূলক উপকরণ প্রদান করেন পান সিডস প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ। ইতিপূর্বে বড়শুল নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ২০১২ সালে শিশুমিত্র বিদ্যালয় পুরস্কারে সম্মানিত হয়। ২০১৬ সালে বর্ধমান জেলার সেরার সেরা ও ২০১৭ অ্যাকাডেমিক এক্সেলেন্স পুরস্কারে সম্মানিত হয়।
বৃহস্পতিবার স্কুল পরিদর্শনে আসেন পান সিডস প্রাইভেট লিমিটেড কর্ণধার অংশুমান মারোডিয়া। স্কুলের ছাত্রছাত্রীরা নিজেরাই পাঠ দানের মাধ্যমে অতিথিদের বোঝালেন স্কুলের প্রবেশ পথে সিগন্যাল পোস্টে লাল আলোতে থামতে হয়, সবুজ আলোতে এগিয়ে যেতে হয়, হলুদ আলোতে সর্তক ভাবে আস্তে চলতে হয়। জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া। টিএলএম(টিচিং লার্নিং মেটিরিয়াল) উদ্যানে পর্বতমালা, নদীর উৎপত্তি, নদীর গতিপ়থ, তরাই অঞ্চল ধাপ চাষ পদ্ধতি, খেলার ছলে গণিত শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে পড়ুয়ারা আগত অতিথিদের পাঠ দান করে। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা সঙ্গীত, নাচ, কবিতা পাঠ করে শোনায়। পান সিডস সংস্থার কর্ণধার অংশুমান মারোডিয়া বলেন, ‘শিক্ষা উপকরণের মাধ্যমে যে ভাবে ছাত্রছাত্রীরা শিক্ষকের ভূমিকা পালন করে আমাদের বোঝাল তাতে আমরা অভিভূত। আগামী দিনে স্কুলের পাশে থেকে আরও কাজ করব।’
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?