.

আসানসোলের ভানোড়া ওসিপিতে শ্রমিক সংগঠনগুলির বিক্ষোভ অব্যাহত৷ রবিবারের পর সোমবারেও কোলিয়ারির শ্রমিক সংগঠনের পাঁচটি ইউনিয়ন একত্রিত হয়ে এই বিক্ষোভে সামিল হন৷ তাঁদের দাবি, কয়লা খনি থেকে কয়লা পরিবহণে বাধা নেই৷ তবে অবশ্যই সমস্ত গাড়িকে নাহ্য ওজনের ভিত্তিতে বের হতে হবে এবং চালানে উপযুক্ত আধিকারিকের সই থাকতে হবে৷ তবে প্রজেক্ট ম্যানেজার দীপক পাণ্ডে বলেন উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে৷

Like Us On Facebook