দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টের বিলগ্নিকরণ রুখতে সরাসরি এবার কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী চৌধুরি বিরেন্দ্র সিং-এর সঙ্গে রাজ্যের শ্রমিক সংগঠনের নেতারা দেখা করলেন। বুধবার দিল্লির সংসদ ভবনে গিয়ে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতারা যৌথ ভাবে ইস্পাত মন্ত্রীকে অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ সালেম ও ভদ্রাবতী স্টিল প্ল্যান্টের বিলগ্নিকরণের পরিবর্তে নতুন ভাবে বিনিয়োগ করে আধুনিকিকরণের পক্ষে সওয়াল করলেন। বাম প্রতিনিধি দলের মধ্যে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক সন্তোষ দেবরায়, প্রাক্তন দুই সাংসদ বংশগোপাল চৌধুরী ও সুনীল খাঁ, আইএনটিইউসি নেতা বিকাশ ঘটক, বিশ্বরূপ ব্যানার্জী ও রাজ্য সভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য্য ছাড়াও সালেম ও ভদ্রাবতীর বাম ও কংগ্রেস শ্রমিক নেতারা যৌথভাবে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর সঙ্গে সংসদ ভবনে দেখা করেন। সকলেই বিলগ্নিকরণের পরিবর্তে নতুন ভাবে বিনিয়োগ করে কারখানাগুলির পুনরুজ্জীবনের দাবি জানান। সূত্র মারফৎ জানা গেছে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী প্রতিনিধি দলের সদস্যদের বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। যদিও কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর তরফ থেকে কোন মন্তব্য মেলে নি।
দুর্গাপুর পূর্ব কেন্দ্রের সিপিএম বিধায়ক সন্তোষ দেবরায় বর্ধমান ডট কমকে ফোনে জানান আজকের সাক্ষাৎ ফলপ্রসূ হয়েছে। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী পরবর্তী একটি বৈঠকে আলোচনার জন্য ডাকবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। সন্তোষ দেবরায় আরও বলেন,”আমরা ইস্পাত মন্ত্রীকে অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ দুর্গাপুর শিল্পাঞ্চল পরিদর্শন করার অনুরোধ জানিয়েছি যাতে তিনি বাস্তব পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হতে পারেন এবং আমাদের দাবি দাওয়া কতটা যুক্তিযুক্ত তা তিনি সরজমিনে অনুধাবন করতে পারবেন। আমরা আশা করছি আমাদের আহ্বানে তিনি সাড়া দেবেন।”