গ্রামীণ পরিবহণে গতি আনতে দুর্গাপুরে চালু হল গতিধারা প্রকল্প। বুধবার এক র্যালির মাধ্যমে এই প্রকল্পের সূচনা করা হয়। এই প্রকল্পের উদ্দেশ্য পরিবহণ পরিষেবার মাধ্যমে রাজ্যের নাগরিক ও গ্রামীণ এলাকায় স্বনিযুক্তি সৃষ্টি করা।
গোপালপুর গ্রাম থেকে কাঁটাবেড়িয়া হয়ে বিধাননগর, গোপালপুর গ্রাম থেকে সিটি সেন্টার হয়ে ভিড়িঙ্গী গ্রাম, মলানদিঘী থেকে শোভাপুর আইকিউ সিটি হাসপাতাল হয়ে সেটি সেন্টারের দিশা হাসপাতাল, ত্রিলোকচন্দ্রপুর গ্রাম থেকে মিশন হাসপাতাল হয়ে আইকিউ সিটি হাসপাতাল এবং ত্রিলোকচন্দ্রপুর গ্রাম থেকে দুর্গাপুর স্টেশন – এই ৫টি রুটে গতিধারা প্রকল্পের ম্যাক্সি কার চলবে। গাড়িগুলি প্রতিদিন ভোর ৫টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত পরিষেবা দেবে। প্রাথমিক স্তরে দুর্গাপুরের ১৮ জন ব্যাক্তি পরিবহণ দপ্তর থেকে এই প্রকল্পে গাড়ি চালানোর অনুমতি পেয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে গতিধারার আওতাধীন প্রত্যেককে ১লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে গাড়ি কেনার জন্য।
দুর্গাপুর ম্যাক্সিকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক অরুপ জানা বলেন,”গতিধারা প্রকল্পে আমরা ১৮ জন বর্ধমান জেলা পরিবহণ দপ্তর থেকে গাড়ি চালানোর অনুমোদন পেয়েছি। ৫টি রুটে গ্রাম থেকে শহর যোগাযোগ ঘটাবে এই সব গাড়ি। গাড়ি পেয়ে আমরা খুশি।” বিধান নগরের এক কলেজ ছাত্রী সন্দিপ্তা বলেন,”বেসরকারি গাড়ির থেকে অনেক বেশি ভরসা যোগাবে রাজ্য সরকারী প্রকল্পের অধীনে চলা এই সব যাত্রীবাহি গাড়ি। আমরা কম খরচে যাতায়াত করতে পারব এই সব ম্যাক্সি কারে। রাজ্য সরকারের এই জনমুখী উদ্যোগকে সাধুবাদ জানাই”