.

পানাগড় স্টেশন রোডে ধানবোঝাই ট্রাকটারের টেলারের চাকা গর্তে পড়ে বিপত্তি। সোমবার সকালে কাঁকসার সিলামপুর থেকে একটি ধানের বস্তা বোঝাই ট্রাক্টর পানাগড় স্টেশন রোড দিয়ে পানাগড় বাজারে আসার সময় গর্তে ট্রেলারের চাকা আটকে গেলে দীর্ঘক্ষণ আটকে পড়ে ট্রাক্টরটি। বন্ধ হয়ে যায় পানাগড় বাজার থেকে সিলামপুর যাওয়ার রাস্তায় যান চলাচল। ঘন্টাখানেক পর ক্রেনের সাহায্যে ট্রাক্টরটিকে অন্যত্র সরানো হলে স্বাভাবিক হয় যান চলাচল। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তা দিয়ে ভারী গাড়ি চলাচল করার ফলে ওই রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে আর ওই গর্তে গাড়ির চাকা পড়ে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। দ্রুত ওই রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Like Us On Facebook