শুক্রবার মামার বাড়ি গাজন উৎসব দেখতে এসে দুর্ঘটনায় প্রাণ গেল এক অষ্টম শ্রেণির ছাত্রের। প্রতিবাদে গ্রামবাসীরা ৬ ঘন্টা পথ অবরোধও করলেন। মৃত ছাত্রের নাম লক্ষ্মীকান্ত সাঁতরা (১৩) ওরফে শান্তনু। বাড়ি মাধবডিহি থানার কেঁউটিয়া গ্রামে। শুক্রবার বেলা ১০ টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার সাঁকো মোড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন বর্ধমান-একলক্ষী রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশ মৃতদেহ তুলতে গেলে গ্রামবাসীরা পুলিশকে বাধা দেয়। পরে মহকুমা পুলিশ আধিকারিক সৌভনিক মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষোভকারীদের বুঝিয়ে সুঝিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। বিকাল সাড়ে ৪ টের পর বর্ধমান-একলক্ষী রোডে স্বাভাবিক হয় যান চলাচল।

মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, লক্ষ্মীকান্ত সাঁতরা কেঁউটিয়া হাই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়তো। গাজন দেখতে বৃহস্পতিবার বাবা রুপচাঁদ সাঁতরা ও মা অপর্ণা সাঁতরার সঙ্গে মাধবডিহি থানারই সাঁকো গ্রামে মামার বাড়ি এসেছিল। গাজনের পুজো দেবার ফল কিনতে এদিন বেলা ১০ টা নাগাদ সে সাইকেলে চড়ে মামার বাড়ি থেকে বের হয়। ওই সময় বর্ধমান-একলক্ষী রোড ধরে বেপরোয়া ভাবে চলা একটি ট্রাক্টর তাকে ধাক্কা মারে। রাস্তার উপর ছিটকে পড়ার পর ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার মানুষজন। তাঁরা মৃতদেহ আগলে রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন।

Like Us On Facebook