ডিভিসির সেচ ক্যানেল থেকে এক টোটো চালকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের পাশ থেকেই উদ্ধার হয় তাঁর টোটো। গলিগ্রাম ও ভাসাপুর গ্রামের মধ্যবর্তী এলাকায় ডিভিসির সেচখাল থেকে দেহ উদ্ধার করে গলসি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের পুলিশমর্গে পাঠায় পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম সেখ মোহর (২৬)। বাড়ি গলসি থানারই বাবলা গ্রামে। আজ সকালে ডিভিসির সেচ ক্যানালে টোটোর মধ্যে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশকে। নিছক দুর্ঘটনা নাকি মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোন কারণ তা খতিয়ে দেখছে গলসি থানার পুলিশ।
Like Us On Facebook