রাত পোহালেই পঞ্চম দফার ভোটগ্রহণ। শনিবার পূর্ব বর্ধমানের ৮টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ হবে। এর জন্য ১৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। সঙ্গে থাকবে রাজ্য পুলিশের ৫ হাজার ২০০ জন কর্মী ও আধিকারিক।
কমিশন সূত্রে জানা গেছে, পঞ্চম দফায় জেলায় ২৮১০টি বুথে ভোটগ্রহণ হবে। তারমধ্যে ৪৪৪টি মহিলা পরিচালিত বুথ হচ্ছে বাকি ২৩৬৬টি পুরুষকর্মী পরিচালিত বুথ রয়েছে। মোট ভোটকর্মী থাকছেন ১৩ হাজার ৪৮৮ জন। তার মধ্যে পুরুষ ভোটকর্মী ১১ হাজার ৩৫২ জন ও মহিলা ভোটকর্মী ২১৩৬ জন। এবার নির্বাচন কমিশন স্পর্শকাতর বুথ হিসেবে কোনও চিহ্নিতকরণ করছে না পরিবর্তে ভালনারেবল ও ক্রিটিক্যাল বুথ হিসেবে চিহ্নিত করছে। তবে প্রতি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের একজন করে লাঠিধারী পুলিশও থাকবেন।
এছাড়া ১৫০ টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) থাকছে। এই টিমে একজন করে পুলিশ আধিকারিক থাকবেন। এছাড়াও আরও বিভিন্ন টিম থাকছে। শুক্রবারই ৮ টি বিধানসভা কেন্দ্রের জন্যে ৭ টি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ভোট কর্মীদের ইভিএম সহ অনান্য ভোট সমাগ্রী প্রদানের কাজ শুরু হয়েছে। কোভিড বিধি অনুযায়ী সকল ভোটকর্মীর মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত ২০২ জন। এর মধ্যে কেবলমাত্র বর্ধমান পৌর এলাকাতেই আক্রান্ত ৮৮ জন।