শনিবার বুদবুদে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন, তাঁর ফোন ট্যাপ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন সরাসরি বিজেপির নেতৃত্বকে এই জন্য দোষী সাব্যস্ত করে সিআইডি তদন্ত করাবেন বলে জানান। তিনি বলেন, ‘আমি তো খুঁজে বের করবই, অলরেডি আমার খুঁজে বের করা হয়েও গিয়েছে। যারা এই কাজ করেছে তাদের আমি ছেড়ে দেব না। শীতলকুচি গুলির ঘটনাও আমি ছেড়ে দেবো না।’ কড়া ভাষায় এদিন বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাদের রাজ্যে করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে বহিরাগতদের জন্য। বহিরাগতরা এই রাজ্যে এসে আস্তানা গাড়ছে বিভিন্ন হোটেলে। সেইজন্যই বাড়ছে করোনা, এক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি নেতৃত্ব। শনিবার বেলা ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে আসেন বুদবুদের জনসভায়। এদিনের সভায় ঢল নেমেছিল তৃণমূল কর্মী সমর্থকদের। মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে একের পর এক উন্নয়ন করেছে তৃণমূল। আরও উন্নয়ন করবে ২০২১এর পর।’ এদিন মুখ্যমন্ত্রী গত দশ বছরে তাঁর সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরে ‌ফের তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এলেই আরও উন্নয়ন তিনি ঘটাবেন বলে প্রতিশ্রুতি দেন।

Like Us On Facebook