টোল প্লাজা চালুর দু’মাস পর থেকেই টোল প্লাজার কর্মীদের বেতন, মেডিক্যাল সুবিধা সহ সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত টোল প্লাজার ৮০ জন কর্মী। অথচ টোল প্লাজার আধিকারিকদের সঠিক সময়ে বেতন হচ্ছে। এই সব অভিযোগের ভিত্তিতে ২ নম্বর জাতীয় সড়কে বাঁশকোপা টোল প্লাজার কর্মীরা সোমবার কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন।

টোল সংগ্রহ ব‍্যাহত হল সোমবার সকাল থেকে। বিক্ষোভরত কর্মীরা অবিলম্বে টোল প্লাজার কর্মীদের বেতন, মেডিক্যাল সহ সমস্ত সুযোগ সুবিধা চালুর দাবি জানান। যদিও টোল প্লাজা কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খোলেনি। জাতীয় সড়কের কর্তব্যরত অ‍্যাম্বুলেন্স পরিষেবার গাড়িতেও টোল প্লাজা কর্তৃপক্ষ তেলও দিচ্ছে না বলে অভিযোগ বিক্ষোভরত কর্মীদের। অ‍্যাম্বুলেন্স পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাও এদিন বিক্ষোভে সামিল হন। স্বাভাবিকভাবেই জাতীয় সড়কের অ‍্যাম্বুলেন্স পরিষেবাও ব‍্যাহত হচ্ছে তার ফলে। দাবি না মিটলে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান বিক্ষোভরত কর্মীরা।

Like Us On Facebook