রাজবাঁধের তিন স্কুলছাত্রীকে জাতীয় সড়কে রাজবাঁধ টোল প্লাজার সামনে বুধবার সকালে একটি বর্ধমান-বোলপুরগামী বাস ধাক্কা মারলে স্থানীয় বাসিন্দারা টোল প্লাজার জ্যামকে কারণ হিসাবে চিহ্নিত করে অনির্দিষ্টকালের জন্য টোল প্লাজা বন্ধ করে দিল।
স্থানীয় বাসিন্দারা জানান, জাতীয় সড়ক তৈরির সময় রাজবাঁধের স্থানীয় বাসিন্দাদের জাতীয় সড়ক পারাপার করার জন্য দুর্ঘটনা এড়াতে ফুট ওভারব্রিজ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিন্তু আজও সেই ওভারব্রিজ না করে উল্টে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাজবাঁধে টোল প্লাজা চালু করে দেওয়ায় রাজবাঁধে যানজটের ফলে দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
টোল প্লাজায় যানজটের কবলে পড়ে রাস্তা পারাপার করতে গিয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েক জনের। আহত হচ্ছেন অনেকে। অভিযোগ জানিয়েও কোন ফল হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বুধবার সকালে স্থানীয় তিন স্কুল ছাত্রী সাইকেলে জাতীয় সড়ক পারাপার করার সময় বাসের ধাক্কায় আহত হলে বাসটিকে আটক করে টোল প্লাজাটি দুর্ঘটনার কারণ এই অভিযোগ তুলে টোল প্লাজাটি বন্ধ করে দেয় বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি যতদিন না রাজবাঁধের স্থানীয় মানুষের জন্য ফুট ওভারব্রীজ করা হচ্ছে ততদিন টোল প্লাজা বন্ধ থাকবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামারও হুমকি দিল স্থানীয় বাসিন্দারা। খবর সংগ্রহ করা পর্যন্ত বাঁশকোপা টোল প্লাজায় টোল আদায় বন্ধ আছে। জানা গেছে, আহত ছাত্রীদের স্থানীয় গৌরিদেবী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটিকে আটক করেছে। টোল প্লাজায় পুলিশ মোতায়েন করা হয়েছে।